২৩ নাবিকসহ দেশের জলসীমায় ঢুকেছে জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’। সোমবার বিকেল নাগাদ এটি কুতুবদিয়ায় পৌঁছাবে। সেখানে বহির্নোঙরে দু’দিন চলবে পণ্য খালাস। এরপর চট্টগ্রাম বন্দরে বাকি পণ্য খালাস করবে জাহাজটি।
কুতুবদিয়ায় পৌঁছানোর পর নাবিকরা জাহাজে না সড়কপথে চট্টগ্রামে ফিরবেন- সেই সিদ্ধান্ত চুড়ান্ত জানায়নি মালিকপক্ষ। জাহাজটিতে ৫৬ হাজার টন পাথর রয়েছে।
গত ১২ মার্চ ভারত মহাসাগরে অস্ত্রের মুখে ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালীয় জলদস্যুরা। ৩২ দিন পর গত ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পান নাবিকরা। দুবাই হয়ে চট্টগ্রাম ফিরছে জাহাজটি। অপেক্ষায় আছেন নাবিকদের স্বজনরা।