23 C
Dhaka
Thursday, November 21, 2024

ইসরাইলকে গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলার আহ্বান মার্কিন সিনেটরের!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর গ্রাহাম।

তিনি বলেন, ‘আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরাইলকে বোমা (পারমাণবিক) দেয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা হারতে পারে না।’

আরো পড়ুন  মেক্সিকোতে খরায় শুকিয়ে গেল হ্রদ, হাজার হাজার মাছের মৃত্যু

ইসরাইলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেন।

১৯৮০-এর দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরাইলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগ্যান প্রশাসন। সেটিকে সঠিক সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন- জানতে চাওয়া হয় গ্রাহামের কাছে।

এর উত্তরে তিনি ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল? কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল? কারণ, আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে।’

আরো পড়ুন  কারাবন্দি ইমরান খানের ছবি ফাঁসের ঘটনায় তদন্ত

লিন্ডসে গ্রাহাম ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরাইল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো, করতে হবে।’

সর্বশেষ সংবাদ