27 C
Dhaka
Monday, July 1, 2024

ভাইয়ের জন্য ওষুধ আনতে গিয়ে ফেরা হলো না নাফিসের

ছোট ভাই নাহিদের জন্য জ্বরের সিরাপ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বড় ভাই নাফিস খান।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে রাত ১০টার দিকে নাফিসের মরদেহ বাড়িতে আনা হয়।

জানা যায়, নাফিস ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা হাজিবাড়ী গ্রামের গার্মেন্টস কর্মী মোশাররফ হোসেন কছির খানের ছেলে ও ধোবাউড়া উন্মুক্ত স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরো পড়ুন  ‘তোমাকে মুক্তি দিয়ে গেলাম’ নিজেকে শেষ করার আগে চিকিৎসকের অসহায় স্বীকারোক্তি

পরিবার জানায়, ছোট ভাই নাহিদ খানের জ্বর হলে তার জন্য বন্ধুর মোটরসাইকেলে করে সুতারপাড়া বাজারে যাচ্ছিলেন ওষুধ আনতে। পথে সড়কের ওপর রাখা ধানের খড়ের স্তূপে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান নাফিস এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করের।

আরো পড়ুন  ডাক্তার দেখাতে এসে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিলেন রোগী

পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে নাফিসের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সংবাদ