31 C
Dhaka
Sunday, June 16, 2024

ঋণ খেলাপি বিএনপির আমলে বেশি ছিল: আইনমন্ত্রী

আখাউড়া করেসপনডেন্ট:

আওয়ামী লীগ সরকারের আমলে নয়, বিএনপির আমলে সবচেয়ে বেশি ঋণ খেলাপি ছিল বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি সেতু পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের উন্নয়ন দেখে মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির আমলে তারা বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করতো।

আরো পড়ুন  সবাই আছেন, ভোটার নেই

আনিসুল হক আরও বলেন, ১৯৮১ সালের ১৭মে, এই দিনে শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। ওইদিন লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। শেখ হাসিনা দেশে ফিরে এসে মানুষের স্বপ্ন পূরণ করেছেন। তাই এই দিনটি মানুষের হৃদয়ে থাকবে।

এ সময় আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, মালিকসহ আটক ৪
সর্বশেষ সংবাদ