28 C
Dhaka
Friday, November 22, 2024

যুক্তরাষ্ট্রের সাড়ে ৩’শ কোটি টাকার ড্রোন ভূপাতিত করল হুতিরা

ইয়েমেনের মারিব প্রদেশে যুক্তরাষ্ট্রের ৩৫১ কোটি টাকার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। শুক্রবার (১৭ মে) এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোনটির মডেল এমকিউ-৯। যার বাজার মূল্য ৩ কোটি ডলার। বাংলাদেশি অর্থে প্রায় ৩৫১ কোটি টাকারও বেশি।

আরো পড়ুন  রাশিয়ায় গোপনে সেনা পাঠাচ্ছে ‍উত্তর কোরিয়া

হুতিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ মে) রাতে তাদের যোদ্ধারা ড্রোনটি ভূপাতিত করেছে। ড্রোনটি ভূপাতিত করতে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি।

হুতি মুখপাত্র বলেন, ইয়েমেনের মারিব প্রদেশে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছিল মার্কিন ড্রোনটি। মারিব প্রদেশটি এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে রয়েছে।

আরো পড়ুন  নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, মোদি ঢেউ আটকে দিল কংগ্রেসের ‘ইনডিয়া’

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর হুতি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন এমকিউ-৯। তারাই এ ড্রোনটি ভূপাতিত করেছে। তবে এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটিতে এমকিউ-৯ ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্যতা পাওয়া গেছে। এর আগেও মার্কিন এ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হুতি বিদ্রোহী গোষ্ঠী।

আরো পড়ুন  ভারতবিরোধী পোস্টে লাভ রিয়েক্ট, ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তখন থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি ড্রোন ধ্বংস হয়েছে।

সর্বশেষ সংবাদ