22 C
Dhaka
Friday, November 22, 2024

এক ঘণ্টায় এক বুথে ভোট পড়েছে একটি

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে এক ঘণ্টায় মাত্র একটি ভোট পড়েছে। পাশাপাশি তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের লাইনের কথা মাথায় রেখে রশি দিয়ে তিনটি সারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। এক পুলিশ সদস্যকে বসে বসে ইউটিউবে মোশাররফ করিমের নাটক দেখছেন।

আরো পড়ুন  কুড়িগ্রামে কুকুরের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

তালমা আমিনুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা হয় তালমা ইউনিয়নের পূর্ব সদরবেড়া গ্রামের বাসিন্দা খায়েরউদ্দীন মিয়ার (৫৭) সঙ্গে। তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা আমাগো কামে লাগে না। তাই এই নির্বাচন নিয়া আমাগো অত ভাবাভাবি নাই। এইজন্যে মানুষ কম আসতেসে।

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আনসার সদস্য জোবায়ের হোসেন বলেন, মানুষজন কম আসছে বলে আমরা বসে রয়েছি। ভোটার না আসলে তো আমাদের বসে থাকা ছাড়া আর কাজ কী।

আরো পড়ুন  নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাজ্জাক তালুকদার বলেন, সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ৩ হাজার ৩৬৬ ভোটের বিপরীতে ৮৫টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট সাতটি বুথে ভোটগ্রহণ চলছে।সাতটি বুথে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় একটি বুথে ৩টি, একটি, ৫টি, ৮টি, ২৩টি করে ৪৬টি ও ২২টি মিলিয়ে মোট ৮৫টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার বাড়বে। কৃষি প্রধান এলাকা হওয়ায় মানুষ মাঠের কাজে গেছেন। দুপুরের দিকে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।

আরো পড়ুন  আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ২০ তরুণ-তরুণী আটক
সর্বশেষ সংবাদ