27 C
Dhaka
Saturday, September 14, 2024

উপজেলা নির্বাচন: ভুঞাপুরে কেন্দ্রে ঘণ্টায় ভোট পড়েছে একটি

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে ভোট দিতে ভোটারদের মধ্যে অনীহা বিরাজ করছে। কোনও কেন্দ্রে ঘণ্টায় একটি আবার কোনও কেন্দ্রে ১০টি ভোট পড়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উপজেলার ফলদা ইউনিয়নের মোবারক মাহমুদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরো কেন্দ্র ফাঁকা। নেই কোনও প্রার্থীর এজেন্ট।

এসময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এক ঘণ্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

আরো পড়ুন  মূল্যস্ফীতির চাপে সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, কোনও কোনও প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।

স্থানীয়রা জানান, ধানকাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কম।

এদিকে প্রিসাইডিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোনও কোনও প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা তিনি জানেন না। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২০০ জন।

আরো পড়ুন  ঝিনাইদহ মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

সর্বশেষ সংবাদ