23 C
Dhaka
Thursday, November 21, 2024

হঠাৎ ছয় তলা ভবনে হেলে পড়ল ৪ তলা ভবন, আতঙ্ক

ঢাকার ধামরাইয়ে পৌর শহরে হঠাৎ করে একটি ৪ তলা ভবন অপর একটি ৬ তলা ভবনের ওপরে হেলে পড়েছে।

শনিবার (১১ মে) বিকেলে শহরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটি হেলে পড়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেন। আগামীকাল রোববার (১২ মে) ভবনটি কতটুকু ঝুঁকিপূর্ণ সে বিষয়ে সিদ্ধান্ত দেয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন বলে জানা গেছে।

আরো পড়ুন  সিলেটে চিনিকাণ্ডে বিএনপির ২ নেতা বহিষ্কার

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি ৪ তলা ভবন হঠাৎ করে হেলে পড়ে পাশের মমতাজ মহল (ভিলার) নামে ওপর একটি ভবনের ওপর।

খবর পেয়ে পৌর মেয়র গোলাম কবির ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ঘটনাস্থল পরিদর্শন করেন। হেলে পড়া ৪ তলা ভবনটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দন্ত ডাক্তার জিয়া শিকদারের বলে জানান তারা।

আরো পড়ুন  সীমান্তে গ্রেপ্তার ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি এনআইডি

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি ৪ তলা ভবন পাশের ছয় তলা ভবনের ওপর হেলে পড়েছে। ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। তবে পাশের ৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরো পড়ুন  পটুয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন পালন
সর্বশেষ সংবাদ