27 C
Dhaka
Friday, July 5, 2024

এখনই ফিলিস্তিন স্বাধীন হলে আরেকটি তালেবান রাষ্ট্র হবে: সালমান রুশদি

নিজের বিতর্কিত বক্তব্যের জন্য বারবারই আলোচনায় আসেন লেখক ও ঔপন্যাসিক সালমান রুশদি। জার্মানিতে অনুষ্ঠিত একটি সাহিত্য উৎসবে যোগ দিয়ে রুশদি বলেন, ‘এখনই একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরির অর্থ হবে তালেবানের মতো একটি রাষ্ট্র গঠন করা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভকারীদের একটি মুক্ত ফিলিস্তিনের আহ্বান জানানোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে লেখক বলেছেন যে ৮০’র দশক থেকেই তিনি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সমর্থন করে আসছেন। তবে রাষ্ট্রটি তখন হলে এক কথা। কিন্তু এখন দেশটি পরিচালিত হবে হামাস দ্বারা, যা আরেকটি তালেবান রাষ্ট্রে পরিণত হওয়া ছাড়া আর কিছুই নয়। এছাড়াও এটি ইরানের একটি মক্কেল রাষ্ট্র হবে।

আরো পড়ুন  সৌদিতে হাজিদের জন্য চালু হলো উড়ন্ত ট্যাক্সি

যখন তিনি জীবনের বেশিরভাগ সময় একটি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যুক্তি দেখিয়েছেন – 1980 এর দশক থেকে, সম্ভবত – এখনই, যদি একটি ফিলিস্তিনি রাষ্ট্র থাকত, তবে এটি হত। হামাস দ্বারা পরিচালিত, এবং এটি একটি তালেবান-সদৃশ রাষ্ট্রে পরিণত হবে এবং এটি ইরানের একটি মক্কেল রাষ্ট্র হবে”।

তিনি প্রশ্ন করেন, পশ্চিমা বামপন্থী প্রগতিশীল আন্দোলনগুলো কি এটাই তৈরি করতে চায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঠিক পাশে আরেকটি তালেবান এবং আরেকটি আয়াতুল্লাহ-সদৃশ রাষ্ট্র দেখতে চায় তারা?

আরো পড়ুন  ২৬ বছর ধরে নিখোঁজ, প্রতিবেশীর বাড়িতে বন্দী অবস্থায় উদ্ধার

গত বৃহস্পতিবার প্রকাশিত জার্মান ব্রডকাস্টার রুন্ডফাঙ্ক বার্লিন-ব্র্যান্ডেনবার্গ দ্বারা পরিচালিত একটি পডকাস্টে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক এসব মন্তব্য করেন। জার্মানির সাহিত্য উৎসবে নিজের নতুন বই ‘নাইফ’-এর প্রচারণায় গিয়েছিলেন সালমান রুশদি। এই বইয়ে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে নিজের ওপর হওয়া ছুরি হামলার বর্ণনা দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ