বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন আহমেদাবাদে। হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় স্থানীয় কেডি হাসপাতালে। পরে ভর্তি করা হয়।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে জানা যায়, আইপিএলের ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। খেলা চলাকালীন সময়ে প্রচণ্ড গরমের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে বুধবার (২২ মে) দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রতিবেদনটিতে আরও জানানো হয়, শাহরুখ খানের কথা মাথায় রেখে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বলিউড বাদশাহর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সবাই প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রসঙ্গত, পাঠান, জওয়ান ও ডাঙ্কি নামে সম্প্রতি ভক্তদের তিনটি সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এর বাইরে বর্তমানে তিনি তার আইপিএল টিম, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন।