29 C
Dhaka
Friday, October 18, 2024

এক ঘণ্টার জন্য উপপরিচালক হলেন ঝালকাঠির ফাতিমা

ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্ব পালন করলেন ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির ছাত্রী ফাতিমা আক্তার তাইমিম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঝালকাঠি মহিলা অধিদপ্তরের উপপরিচালক দিলরুবা খানমের কাছ থেকে প্রতীকী উপপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন ফাতিমা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন  রংপুরে ‘কালবেলা উৎসবের’ মধ্যমণি নিভৃত পল্লীর ধাত্রী 

প্রতীকী দায়িত্ব নিয়ে ফাতিমা বলেন, আজ এত বড় দায়িত্ব পেয়ে খুশি। আমি কোনোদিন ভাবতেও পারিনি এত বড় সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ারে বসব। বড় হয়ে এই স্যারের মতো দেশ ও মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাইমুন নাহার, এনসিটিএফ ঝালকাঠি জেলার সভাপতি জান্নাতুল ইসলাম, ইয়েস বাংলাদেশ জেলা ভলানটিয়ার বীথি শর্মা বনিক, মো. নয়ন তালুকদার ও নির্জন হালদার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  মামলা করায় হুমকি, পালিয়ে বেড়াচ্ছেন শহীদ আফনানের মা-বোন

সর্বশেষ সংবাদ