রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় ঘিরে রাখা সেই বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব-৩। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ মে) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে র্যাব-৩। এর পরিচালক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযানে যায় র্যাব-৩।
এর আগে পরে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। এ ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। এরপর তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৩ পরিচালক আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।
র্যাবের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো তৈরি হচ্ছিল।