31 C
Dhaka
Saturday, July 27, 2024

গাজায় মসজিদে ইসরায়েলি হামলা, ১৬ ফিলিস্তিনি নিহত

গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শরা জানিয়েছে উত্তরাঞ্চলীয় গাজা শহরে ফাতিমা আল জাহরা মসজিদে চালানো হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আল জাজিরা

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, আহত ও নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। হামলা থেকে বাঁচতে তারা ওই মসজিদে আশ্রয় নিয়েছিল। মসজিদটিতে কুরআন শিক্ষা কার্যক্রমও পরিচালিত হত।

আরো পড়ুন  গাজায় আগ্রাসন থামাবে না ইসরাইল

দারাজের পার্শ্ববর্তী এলাকা আল সাবাহতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কিছু ভবন ও মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে ফিলিস্তিনি জাতিসংঘ বিষয়ক শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, রাফাহ খালি করতে নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এরপর থেকেই অনেক ফিলিস্তিনি রাফাহ থেকে খান ইউনিসে গিয়ে ভয়াবহ সংকটের মধ্যে দিন পার করছে।

ইসরায়েল বাহিনীর এমন নির্দেশের পর গত ৬ মে থেকে ৮ লাখ মানুষ রাফাহ থেকে অন্যত্র চলে গেছেন। এদের মধ্যে অনেকে খান ইউনিসে আশ্রয় নিয়েছেন।

আরো পড়ুন  ফের করোনা আতঙ্ক, সপ্তাহে মরছে ১৭০০ মানুষ
সর্বশেষ সংবাদ