দেশে অসংখ্য বেনজীর ও আজিজ তৈরি করেছে আওয়ামী লীগ। তাদের কাজ হলো লুটপাট, পাচার ও শোষণ করা— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে নির্বাচন নিরপেক্ষ হলে ১০ শতাংশ ভোটও পাবে না। এ সময় ১৫ বছরেও দলটি মানুষের মন জয় করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, এগারো মিনিটে বাকশাল আইন পাস করা হয়েছিল। তৎকালীন সময়ে পুলিশ, সেনাবাহিনীসহ সকলের জন্য বাকশালে যোগ দেয়া বাধ্যতামূলক ছিল। তবুও জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি। সেখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। এরপরই আওয়ামীগের পুনর্জন্ম হয়।