31 C
Dhaka
Saturday, July 27, 2024

বিমানের ইঞ্জিনে কেটে এক ব্যক্তির করুণ মৃত্যু

নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে এক যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে পড়ে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) বিকালে কেএল১২৪১ মডেলের বিমানটি ডেনমার্কের বিলান্ডের উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। খবর বিবিসি

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা যাত্রী এবং এর কর্মীরা ঘটনাটি নিজ চোখে দেখেছেন। এ বিষয়ে বিমান সংস্থা তদন্তের কথা জানিয়েছে।

আরো পড়ুন  ইসরায়েলবিরোধী যুদ্ধে মাঠে নামল নতুন বাহিনী

নেদারল্যান্ডের সামরিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। রয়েল নেদারল্যান্ডস চৌকস বাহিনী এক্স পোস্টে জানিয়েছে, এ ঘটনার পর ওই বিমান থেকে সব যাত্রী এবং কর্মীদের নামিয়ে আনা হয়।

একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় খুঁজে পাওয়া যায়নি এবং তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তাও জানা যায়নি।

আরো পড়ুন  বিপজ্জনক ঝড়ে রূপ নিচ্ছে বেরিল, আঘাত হানতে পারে ঘণ্টায় ১৭৯ কি.মি বেগে

একাধিক ডাচ মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি বিমানবন্দরের একজন কর্মী হতে পারেন। যিনি বিমানটি উড্ডয়নে আগে নির্দিষ্ট কাজ করছিলেন।

গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান অ্যান্তোনিও একটি বিমানের ইঞ্জিনে এমন ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ