28 C
Dhaka
Monday, July 1, 2024

জামালপুরে ইউপি সদস্যের ঘরে মিলল ১ মণ গাঁজা

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ বাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. বেলাল শেখ দুরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার করিম শেখের ছেলে।

আরো পড়ুন  মার্কেটের ভেতর থেকে হাতবোমা উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্য জানতে পারেন ইউপি সদস্য বেলালের বাড়িতে গাঁজা রয়েছে। এ সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ইউপি সদস্যের বাড়িতে থাকা দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইউপি সদস্যকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

আরো পড়ুন  ১৪ বছর ভুয়া সনদে চাকরি করেন আব্দুল মালেক

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, ইউপি সদস্যের বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ