27 C
Dhaka
Wednesday, July 3, 2024

পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া’ শব্দ মুছে ফেলা দুঃখজনক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দটি মুছে ফেলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৩১ মে) এফডিসিতে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. মোমেন বলেন, “ই-পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া’ (Except Israel) শব্দটি বাদ দেয়া খুবই দুঃখজনক। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করেই এ পরিবর্তন করে।”

আরো পড়ুন  গাজীপুরে হাসপাতালের লিফটে আটকা পড়ে রোগীর মৃত্যু!

পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এ কাজটি করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায়ে নির্বাচিত নয় বলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারছে না।

তবে বাংলাদেশের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হওয়ায় ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে শেখ হাসিনা অন্যতম হাতিয়ার হতে পারেন।

আরো পড়ুন  ফেসবুকে বাবার মৃত্যুযন্ত্রণা নিয়ে যা লিখলেন আনার কন্যা ডরিন
সর্বশেষ সংবাদ