28 C
Dhaka
Monday, July 1, 2024

কুকুরের ঘেউ ঘেউ-এর অর্থ বলে দেবে এআই

কুকুর ঘেউ ঘেউ শব্দ করে। এর অর্থ আমাদের মানুষের বোধগম্য নয়। যে শব্দের অর্থ এতদিন বোঝা যায়নি, তাই এবার বুঝতে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

কুকুরের ঘেউ ঘেউয়ের অর্থ বোঝা যাবে এমন একটি চমৎকার প্রযুক্তি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাণীর ভাষা বোঝার বিষয়টি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তারা ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী এআই ব্যবহার করে কুকুরের ভাষা বোঝার এক এআই প্রযুক্তি আবিষ্কার করেছেন।

আরো পড়ুন  পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে ৩শ’ মানুষ চাপা পড়ার আশঙ্কা

বিজ্ঞানীরা জানিয়েছেন, এআই ব্যবহার করেই এবার স্পষ্ট বোঝা যাবে কোনো নির্দিষ্ট কুকুর ঘেউ ঘেউ করে কি বোঝাতে চায়। বোঝা যাবে সে কখন শান্ত আর রাগান্বিত।

প্রাণী মাত্রই শব্দ করে মনের ভাব প্রকাশ করে। তবে এ শব্দ কেবল সমগোত্রীয় প্রাণীই বুঝতে পারে। অন্য গোত্রীয় প্রাণীরা তা স্পষ্ট বা ভালভাবে বুঝতে পারে না। কিন্তু মানুষ একটি উন্নত প্রাণী হিসেবে অন্য গোত্রের প্রাণীদের ভাষা অনুমানের ভিত্তিতে বোঝার চেষ্টা করে।

আরো পড়ুন  ছাত্রীর মায়ের অ্যাকাউন্টে শিক্ষকের ‘অশ্লীল’ বার্তা, অতঃপর...

কুকুর প্রাণীদের মধ্যে অন্যতম প্রভুভক্ত প্রাণী।ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা বলছেন, পোষা কুকুর যে ভাষায় মনের ভাব প্রকাশ করে তা উদঘাটন করতে পেরেছেন তারা।

তাদের দাবি, এআই যন্ত্রের সাহায্যে এক বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন তারা। এর মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কোনো নির্দিষ্ট কুকুর রাগান্বিত নাকি শান্ত।

ইউনিভার্সিটি অফ মিশিগান-এর এআই ল্যাবরেটরির প্রধান রাদা মিহালসিয়া এ প্রসঙ্গে বলেন,
কুকুরের স্বরের তারতম্য অনুসারে এ এআই টুলটি কাজ করে। এআই-এর অগ্রগতি মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগে বিপ্লব ঘটাতে পারে।

আরো পড়ুন  অতিথিদের শুধু বিমানের টিকিটই নয়, খামভর্তি ডলারও দিলেন নবদম্পতি

বিজ্ঞানীরা এখন এআই ব্যবহার করে কুকুরের বয়স, লিঙ্গ ও প্রজনন ঠিকভাবে শনাক্ত করা সম্ভব কি না তাও অনুসন্ধান করছে।

সর্বশেষ সংবাদ