29 C
Dhaka
Thursday, July 25, 2024

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান, মহিলা ও শিশুসহ জঙ্গি থাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও একটি ডামি একে ৪৭ বন্দুক উদ্ধার করে।

আরো পড়ুন  বিয়ের দাবিতে অনশন, অতঃপর জীবন দিয়ে সমাপ্তি

এর আগে শুক্রবার (৭ জুন) রাতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবারের এ অভিযান চালায় পুলিশ সদস্যরা।

তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল টিম এসেছে।

স্থানীয় লোকজন জানায়, ওই বাড়িতে মহিলা ও শিশু রয়েছে। পুরুষ জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, পুলিশ আসার খবর টের পেয়ে জঙ্গিরা হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে। গত তিন বছর ধরে এই বাড়িটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না।

আরো পড়ুন  নির্বাচনী সভার বিরিয়ানি মাদ্রাসায় দিলেন ম্যাজিস্ট্রেট

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন।

তিনি আরও জানান, দুই বছর আগে বাড়িটি আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

এন্ট্রি টেরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আসাদুল্লাহ চৌধুরী জানান, প্রাথমিকভাবে কিছু আলামত জব্দ করা হয়েছে, তদন্ত চলছে। ঢাকা থেকে এক্সপার্ট টিম আসছে, পরে আরও বিস্তারিত বলা যাবে।

আরো পড়ুন  জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি ঘেরাও
সর্বশেষ সংবাদ