26 C
Dhaka
Wednesday, June 19, 2024

সিলেটে টিলা ধস: নিখোঁজ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ভারি বৃষ্টিতে সিলেট নগরীর মেজরটিলার চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০) ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর তৎপরতায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বাবা-মায়ের সাথে উদ্ধার হয় শিশুর মরদেহ।

সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, সকালে ৬টার দিকে ভূমি ধসের ঘটনা ঘটে। ওই বাসায় দু’টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে আটকা পড়ে দুই পরিবারের ৬ জন সদস্য।

আরো পড়ুন  সড়কে প্রাণ গেল মায়ের, পরিচয় মেলেনি বেঁচে যাওয়া শিশুর

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আটকে থাকে আরেক পরিবারের ৩ সদস্য। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে নামে সেনাবাহিনী।

দুপুরে মাটির নিচে চাপা পড়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ