ভারতের উত্তরাখণ্ডে ২৩ জন যাত্রীকে বহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি
রুদ্রপ্রায়াগ জেলার রাইতোলির কাছে ঋষিকেশ-বাদরীনাথ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ২৩ ভ্রমণকারীকে বহনকরা মিনিবাসটি আলাকান্দা নদীতে পড়ে যায়। এ ঘটনার পরই স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং দামি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনা তদন্তে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।
পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি
এক এক্স বার্তায় পুস্কর সিং বলেন, গাড়ি দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রশান্তির জন্য দোয়া করছি। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্তিতা প্রকাশ করছি।
দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের বিমানযোগে ঋষিকেশে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে নেয়া হয়েছে।