19 C
Dhaka
Friday, November 22, 2024

সেতুর নিচ থেকে কারা হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর নিচে ধলেশ্বরী নদী এলাকা থেকে শহিদুল ইসলাম (৫২) নামের এক কারা হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শহিদুল ইসলাম সিরাজগঞ্জের ভাজ দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুর কারাগারের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন  আন্দোলনে নিহতদের সম্মানে ফলাফল উৎসর্গ করলেন কাদির মোল্লা

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, নিহত ব্যক্তি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তার কর্মস্থল গাজীপুর থেকে মানিকগঞ্জে আসছিলেন। সর্বশেষ রোববার রাত পৌনে ১১টার দিকে নিহত ব্যক্তির সঙ্গে তার মেয়ের কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে তার পরিবারের সদস্যরা থানায় এসে জানান।

আরো পড়ুন  কুড়িগ্রামে কুকুরের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

এদিকে জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোনে খবর পেরে জাগীর সেতুর নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, উদ্ধার মরদেহটি নিখোঁজ কারা হিসাবরক্ষকের। নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে কীভাবে হত্যা করা হয়েছে, তা এখনও বলা সম্ভব হচ্ছে না। পথিমধ্যে তাকে বহনকারী যানবাহন থেকে সেতুর নিচে ফেলে দেওয়ার পর তিনি মারা গিয়ে থাকতে পারেন।

আরো পড়ুন  গঙ্গাস্নানে গিয়ে পদদলিত হয়ে ২ শিশুর মৃত্যু
সর্বশেষ সংবাদ