সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির ঈদের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আলামিন (২৮), মোছা. আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬) ও শান্ত হোসেন (২২) নামে ৬ জনকে গুরুতর অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিনসাড়ার বেহুলাপাড়ায় সামাজিক ভাগের মাংস ভাগাভাগির সময় ওই পাড়ার এক ব্যক্তি মাংস নিতে আসা নারীদের আগে তাকে মাংস দিতে বলেন। এ সময় ওই সমাজের এক মাতব্বর বলেন, তালিকায় যেমনভাবে নাম আছে তেমনভাবেই মাংস ভাগাভাগি হবে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। তর্কাতর্কির একপর্যায়ে উপস্থিত কয়েকজন দুই পক্ষে বিভক্ত হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।