16 C
Dhaka
Friday, January 10, 2025

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইভানা পিনো

জীবনের বিশেষ দিন অর্থাৎ জন্মদিন উদযাপনের পরদিন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লাতিন আমেরিকান দেশ চিলির জনপ্রিয় সংগীতশিল্পী ইভানা পিনো। গত ১৬ জুন মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।

সংবাদমাধ্যম দ্য মিরর ইউএস’র প্রতিবেদন অনুযায়ী, একজন সঙ্গীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন গায়িকা ইভানা। চলতি পথে হঠাৎ কংক্রিটের সঙ্গে ধাক্কা লেগে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং পরে রাস্তার পাশে উল্টে পায় গাড়িটি।

আরো পড়ুন  কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গায়িকা ইভানার। আর তার সঙ্গে থাকা ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ককেনেস হাসপাতালে নেয়া হয়। চিলির মৌলে অঞ্চলে পেলুহে শহরের কাছে এম-৮০ হাইওয়েতে ঘটেছে দুর্ঘটনাটি।

এ ঘটনায় চ্যাঙ্কো পৌরসভা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ইভানা পিনো মারা গেছেন। তার অবিস্মরণীয় ব্যক্তিত্ব মনে থাকবে সবার।

আরো পড়ুন  কলেজজীবনের প্রেমিককে হারিয়ে পাল্টে যান পিয়াসা!

এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে―আমাদের সিটি কাউন্সিলে প্রতিশ্রুতর সঙ্গে বড় দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ