23 C
Dhaka
Thursday, November 21, 2024

রাসেলস ভাইপার মেরে হাসপাতালে ভর্তি হলেন কৃষক!

রাজবাড়ীর পাংশায় বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপার সাপের ছোবলে আহত হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক। পরে অবশ্য সাপটিকে মেরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।

মধু বিশ্বাস চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন  ফুলবাড়ীতে বউ মেলা, ঢুকতে পারেননি পুরুষরা

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় আমাকে একটি সাপ ছোবল দেয়। এসময় আমি চিৎকার করলে আশপাশের অন্য কৃষকরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে মৃত সাপসহ আমি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসকরা এটিকে রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে এক কৃষক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

আরো পড়ুন  ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম : বিএনপি নেতা আজাদ
সর্বশেষ সংবাদ