20 C
Dhaka
Sunday, January 12, 2025

অধিকাংশ লোকের আপত্তি রয়েছে পরকীয়া তথা বিবাহবহির্ভূত সম্পর্কে। তাদের মতে এর মতো ভয়ানক অপরাধ আর কিছুতেই হতে পারে না। তবে এরকমটা ভাবেন না টলিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। পরকীয়া আইনত বৈধ বলে মনে করেন তিনি।

সম্প্রতি গুঞ্জন উঠেছে প্রযোজক স্বামী সুরজিৎ হরির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কনীনিকার। বিষয়টি খোলাসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, অনেক অনুষ্ঠানে বর ছাড়াই চলে যাচ্ছি। বোধহয় সেই জায়গা থেকেই রটনার সূত্রপাত।

আরো পড়ুন  আমাকে রিমান্ডে কী করেছে, কেউ জানতে চায়নি : প‌রীম‌ণি

এ সময় পরকীয়া নিয়ে কনীনিকা বলেন, পরকীয়া আইনসিদ্ধ। ফলে এ নিয়ে কিছু বলার নেই। সুরজিতেরও ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কেন সারাক্ষণ আমি ওকে নিয়ে সংবাদমাধ্যমে বলব? সব জায়গায় সবসময় আমরা একসঙ্গে যাব, এমনও কথা নেই।

এ সময় আরও বলেন, সুরজিৎ যার খুশি হোক। ও আমার মেয়ের বাবা। এটুকু বলতে পারি। এটুকুই আমার কাছে যথেষ্ট।

আরো পড়ুন  প্রথম বিয়ের তথ্য গোপন, ‘পাপমুক্ত’ অভিনেতার বিরুদ্ধে মামলা বর্ষার

মেয়ে ও সংসার সামলে সময় কাটছে উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, যেমন হওয়া উচিত। মেয়ে সামলাচ্ছি। গত আড়াই মাস ধরে মা খুবই অসুস্থ। মাকে নিয়ে চিকিৎসার কারণে বাইরেও গিয়েছি। সংসার সামলে যতটা অভিনয় করার করছি। সে দিক থেকে বলতে গেলে, আমার কাছে সংসার আগে। তার পর অভিনয়। সংসার বাদ দিয়ে অভিনয় করতে পারব না।

আরো পড়ুন  আবেদ আলী ইস্যুতে যা বললেন শামীম হাসান সরকার

কনীনিকা ব্যস্ত আছেন অরিন্দম শীলের ‘মিতিন মাসি’র শুটিং নিয়ে। যোগ দিয়েছেন এর শেষ পর্যায়ের শুটিংয়ে।

সর্বশেষ সংবাদ