31 C
Dhaka
Monday, September 9, 2024

দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ড, ২০ মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দেশটির অগ্নিনির্বাপন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সিউলের দক্ষিণে হসিয়ংয়ে অবস্থিত ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে ইয়োনহাপ।

আরো পড়ুন  নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখা নিয়ে নতুন আইন

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের একটি সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

ইয়োনহাপ বলছে, কারখানার ভেতরে ২০ জনের মরদেহ পাওয়া গেছে। তবে কিম দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছে। চার জন দগ্ধ হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আরো পড়ুন  হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা
সর্বশেষ সংবাদ