17 C
Dhaka
Tuesday, December 10, 2024

ট্রাম্পকে কেন ভয় পান চীনা প্রেসিডেন্ট?

উদ্ভট সব দাবি আর ক্ষ্যাপাটে আচরণের জন্য সবার মাঝেই পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রকার কূটনৈতিক নীতির তোয়াক্কা না করেই বেশ বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় থাকার সময়। অভিযোগ আছে রাশিয়ার সহযোগিতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন এই ধনকুবের। 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এবার নিজের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে দিলেন নতুন বার্তা। জানালেন আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উসকানোর চেষ্টা করবেন না। কারণ, শি জানেন তিনি একজন ‘ক্ষ্যাপাটে’ ব্যক্তি।

আরো পড়ুন  দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আগামী মাসের নির্বাচনে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করে, তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন। 

এ সময় শি জিনপিংয়ের উদ্দেশ্যে ট্রাম্ড বলেন, জিনপিং যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে তিনি চীনের বিভিন্ন পরিষেবা ও পণ্যের ওপর ১৫০ থেকে ২০০ শতাংশ করারোপ করবেন। 

আরো পড়ুন  গাজা যুদ্ধের মধ্যে জঘন্যতম অপরাধ করছে মোদি সরকার, নথি প্রকাশ

ট্রাম্পের মতে, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু করার সাহস করবে না। কারণ, তারা জানে এমনটি করলে তাদের কঠিন ও নজিরবিহীন জবাব পেতে হবে।

সর্বশেষ সংবাদ