19 C
Dhaka
Monday, January 13, 2025

ইসরাইলি বর্বরতায় গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে ১০ শিশু!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। এ হামলার মধ্যে ভয়াবহ কঠিন সময় পার করছে শিশুরাও। গাজায় চলমান এ যুদ্ধে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটি বা দুটি পা হারাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার (২৫ জুন) জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর এনডিটিভির।

আরো পড়ুন  ভারী বৃষ্টিতে নদী উপচে পড়ছে পানি, সড়কে ঘুরছে বিশাল কুমির (ভিডিও)

লাজারিনি জানান, ‘২৬০ দিনেরও বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। আর প্রতিদিন গড়ে ১০টি শিশু পা হারাচ্ছে। সেই হিসেবে আড়াই হাজারের বেশি শিশু একটি বা দুটি পা হারিয়েছে।’

তিনি আরও বলেন, এই পরিসংখ্যান শুধু শিশুদের পা হারানোর। এই বাইরে বহু শিশু তাদের একটি বা দুটি হাতই হারিয়েছে।

ইসরাইল গাজায় একদিকে অনবরত হামলা চালাচ্ছে, অন্যদিকে ত্রাণ সহায়তা প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এজন্য গাজাবাসী চরমভাবে প্রয়োজনীয় খাবার-পানি এবং চিকিৎসা সামগ্রীর সংকটে পড়েছে।

আরো পড়ুন  দেহরক্ষীর হাতেই খুন হন পৃথিবীর শীর্ষ ক্রিপ্টো রানি

ফিলিপ লাজারিনি জানান, গাজায় আহত শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদের ভয়াবহ দৃশ্য অহরহ দেখা যায়। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাবে শিশুদের জীবন বাচাঁনোর জন্য তাদের অ্যানেসথেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা।

গাজার শিশুরা ইসরাইলের ভয়াবহ হামলার ‘চড়া মূল্য’ দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সেভ দ্য চিলড্রেন প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ইউএনআরডব্লিউএর প্রধান বলেন, গাজায় চলমান যুদ্ধে ২১ হাজারের মতো শিশু নিখোঁজ আছে।

আরো পড়ুন  ক্ষমতা গ্রহণ করেই অভিবাসীদের বড় সুখবর দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সর্বশেষ সংবাদ