28 C
Dhaka
Tuesday, October 15, 2024

বৃষ্টিতে রিল বানাতে যাওয়া কিশোরীর পাশেই বজ্রপাত, অতঃপর…

সামাজিক মাধ্যমে এখন রিল বা ছোটো ভিডিও’র আধিপত্য। অনেকেই চান, নিজের বানানো রিলকে ভাইরাল করে জনপ্রিয় হয়ে উঠতে। তবে এ কাজ করতে গিয়ে কেউ কেউ নিজেকে দাঁড় করাচ্ছেন ঝুঁকির মুখেও। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বজ্রপাতের মুখে পড়ে এক কিশোরীর দৌড়ে পালিয়ে যাওয়ার একটি ‘ভীতিকর’ ভিডিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেয়েটি যেখানে দাঁড়িয়ে ছিল তার খুব কাছেই বজ্রপাত হয়।

আরো পড়ুন  পুড়ে ছাই হওয়ার জন্য আলাদা করা যায়নি বাবাও শিশুর লাশ

ভিডিওটি এসডিসি ওয়ার্ল্ড নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা ছিল, ‘বিহারের সীতামারহিতে একটি মেয়ে রিল ভিডিও তৈরির সময় বজ্রপাত হয়। অল্পের জন্য তার প্রাণরক্ষা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে মেয়েটিকে নাচতে দেখা গেছে এবং এর কিছুক্ষণের মধ্যেই তার পাশে বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে সে তার কান ঢেকে রেখে দৌড়ে সেখান থেকে সরে যায়।

আরো পড়ুন  ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান?

এদিকে, ভিডিওটি সামনে আসতেই এ নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের বেশিরভাগই ঝুঁকি নিয়ে এভাবে রিল বানানোর সমালোচনা করেছেন।

সর্বশেষ সংবাদ