28 C
Dhaka
Sunday, June 30, 2024

আগুনে পুড়ছিল বাজার, অবশেষে বৃষ্টির জন্য কিছুটা রক্ষা

বাগেরহাটের শরণখোলায় পাঁচ রাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে দশটার দিকে আগুনে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসী, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টা ব্যাপী চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন  এক নিমিষেই নিভে গেলো ৩টি প্রদীপ

রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল বলেন, আগুনে বাজারের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শুরুতেই আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন তিনি। একই সঙ্গে সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণেরও দাবি জানান তিনি।

তবে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. আফতাব ই আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমাদের। আগুন ঘণ্টাব্যাপী জ্বলছিল।

আরো পড়ুন  নোয়াখালীতে মেঘনায় ধরা পড়ল ২ পাখি মাছ

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সর্বশেষ সংবাদ