চীন সীমান্তের কাছে ভারতের লাদাখে এক ট্যাংক দুর্ঘটনায় অন্তত পাঁচজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (২৯ জুন) রাত ৩টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সেনা চৌকি লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। তখন হঠাৎ করে নদীর পানি পানি বাড়তে থাকে। পরে খুব দ্রুতই ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে নিহত পাঁচ সেনার মরদহে উদ্ধার করা হয়।
এ ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক প্রকাশ করেছেন। এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন, “লাদাখে নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে শোকাহত। জাতির প্রতি বীর সৈন্যদের অনুকরণীয় পরিষেবা আমরা কখনই ভুলব না। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের সময়ে আমরা তাদের পাশে আছি।”