আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করে যে বিতর্ক তিনি সৃষ্টি করেছেন, তা না থামতে এবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যেটাকে লুফে নিয়ে তাকে আক্রমণ করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রচার শিবির।
এদিকে সর্বশেষ এক জরিপ বলছে, কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো ১ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। খবরটি নিশ্চিত করেছে বিবিসি ও সিএনএন।
জানা যায়, অক্টোবরে রয়টার্স এবং ইপসোসের করা যৌথ জরিপে দেখা গেছে, নারী-পুরুষ ভেদে ভোটারদের কাছে কমলা ও ট্রাম্পের সমর্থন আলাদা। নারী ভোটারদের সমর্থনের দিক থেকে কমলা ১২ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। আর পুরুষ সমর্থকদের জায়গা থেকে ট্রাম্পের সমর্থন কমলার চেয়ে ৭ শতাংশ বেশি।
সর্বশেষ এক নির্বাচনী জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো এক পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে ৪৮ শতাংশ ভোটার কমলা ও ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন।
যদি কমলাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বদলে যাবে মার্কিন ইতিহাস। ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির জনগণ।