27 C
Dhaka
Friday, July 5, 2024

ফরমের টাকা জমা দিয়েও পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থী

নেত্রকোণার আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষের অনিয়ম ও জালিয়াতির কারণে ফরমের টাকা জমা দিয়েও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি রিয়াদ নামে এক শিক্ষার্থী।

সোমবার (১ জুলাই) সকালে এ তথ্য জানান রিয়াদ নামের ওই শিক্ষার্থী।

শিক্ষার্থী রিয়াদ জানান, ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ে অকৃতকার্য হন তিনি। ২০২৪ সালে পরীক্ষায় ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দুই বিষয়ে পরীক্ষার জন্য ১৬২৫ টাকা রিসিটের মাধ্যমে পরিশোধ করেন। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র নিতে এসে জানতে পারেন। তার কোন প্রবেশ পত্র নেই। পরে জানতে পারেন তার ফরম পূরণ করেননি আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে গেলে গেইটে তাকে আটকে দেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী রিয়াদ। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানান ভোক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

আরো পড়ুন  বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমের বারান্দায় ঝুলছিল ছাত্রীর মরদেহ, যা জানা গেল

শিক্ষার্থীর বাবা জসিম উদ্দিন বলেন, আমি কষ্ট করে টাকা সংগ্রহ করে ছেলের ফরম পূরণের টাকা দিয়েছি। আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষ ফরম পূরণ না করে আমার ছেলের জীবন থেকে একটি বছর নষ্ট করে দিলো। আমি সরকারের কাছে এর বিচার চাই।’

নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন  যুক্তরাষ্ট্রের ৫ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন জাবি শিক্ষার্থী
সর্বশেষ সংবাদ