19 C
Dhaka
Thursday, December 12, 2024

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেলোয়ারা বেগম, তার ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবনুল মিয়া। নিহতদের মধ্যে দেলোয়ারা ও ইদা মিয়া সম্পর্কে মা-ছেলে।

রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশা মাসুদ আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন  ‘পুলিশ গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা’

স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম কচুশাক তুলতে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।

বাদশা মাসুদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি তারা সেফটিক ট্যাংকে পড়ে আছেন। সকাল সাড়ে ৭টায় তাদের লাশ উদ্ধার করি। তিনজনের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন  রাজবাড়ীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সকাল ৬টার দিকে তারা নিজ বাড়িতে সেপটিক ট্যাংকে পড়লে সেখানে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা লাশ উদ্ধার করেন।

সর্বশেষ সংবাদ