33 C
Dhaka
Wednesday, July 17, 2024

কোমল পানীয়র বোতলের মুখ খুলতেই মিলল ‘জীবন্ত প্রাণী’

সম্প্রতি মোড়কজাত পণ্যে পোকামাকড় এবং এমনকি মানুষের আঙুল পাওয়ার মতো বেশ কয়েকটি ঘৃণিত ঘটনা মানুষকে হতবাক করেছে। এমন আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের তুমকুর নামক অঞ্চলে। সেখানে একটি অক্ষত কোমল পানীয়র বোতলের মধ্যে একটি মাকড়সার ছানা পাওয়া গেছে।

দেশটির প্রভাবশালী সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কোল্ড ড্রিঙ্কের বোতলের ছিপি বা মুখ খোলার পর এর ভেতরে দেখা যায় জীবন্ত ছোট মাকড়সাটি।

আরো পড়ুন  রাইসিকে বিদায় জানাতে ইরানে ৬৮ দেশের প্রতিনিধি

এর আগে, ১২ জুন মাসে, মুম্বাইভিত্তিক একজন চিকিৎসক অনলাইনে অর্ডার করা আইসক্রিমের ভেতরে মানুষের আঙুলের খণ্ডিত অংশ পান। ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পরে পুলিশ ইউম্মো আইসক্রিম কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আঙুলের ফরেনসিক প্রতিবেদন থেকে জানা গেছে, এটি আইসক্রিম উত্পাদন ইউনিটের একজন কর্মীর ছিল। হিন্দুস্তান টাইমস এর আগে এমন প্রতিবেদন প্রকাশ করেছিল।

আরো পড়ুন  স্ত্রীকে ভিডিও কলে রেখে পরপারে চলে গেলেন কুয়েত প্রবাসী
সর্বশেষ সংবাদ