28 C
Dhaka
Sunday, September 8, 2024

কোটাবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার (৮ জুলাই) পুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, বিচারাধীন বিষয়ে আন্দোলন না করাই ভালো। আন্দোলনকারীদের একটু ধৈর্য ধরতে হবে।

আরো পড়ুন  তরুণদের পক্ষ নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা করছেন তারা।

এদিকে কোটা ব্যবস্থা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

রোববার (৭ জুলাই) অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফাঁকা সড়কে ফুটবল ও ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা যায় আন্দোলনকারীদের।

আরো পড়ুন  সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ, আহত ২৫

তবে সড়কে অবরোধের কারণে সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তি ও দুর্ভোগের মুখে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

আজও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ সংবাদ