কোটা সংস্কার আন্দোলনে রাজধানী সাইন্সল্যাবে মো. শাহজাহান (২৫) নামে একজন হকার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় নিহতের মা আয়েশা বেগম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে তার ছেলেকে শনাক্ত করেন।
মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে নিউমার্কেট এলাকায় ফুটপাতের পাশে ব্যবসা করতো। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে ফোন করে। তিনি জানায় আমার ছেলে বলে গুলিতে আহত হয়েছে। সে পপুলার হাসপাতালে আছে। পরে আমি দ্রুত হাসপাতালে এসে জানতে পারি আমার ছেলেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করি।
তিনি আরও বলেন, আমারা গরিব মানুষ। আমার ছেলে তো রাজনীতি করত না, সে তো ফুটপাতে পাপোশ বিক্রি করত। আমার ছেলেকে কেন এভাবে গুলি করে মেরে ফেলল? আমি আমার ছেলেকে ফেরত চাই। দুপুরে দোকানে আসার কথা বলে বাসা থেকে বের হয় সে। ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলেকে গুলি করে মেরে ফেলে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় পপুলার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে এক যুবককে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।