28 C
Dhaka
Monday, July 1, 2024

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

নিহতরা হলেন, উপজেলার আগুয়া গ্রামের একই গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৩০)।

আরো পড়ুন  ‘রাসেলস ভাইপার’ মারতে পারলেই অর্ধ লাখ টাকা পুরস্কার!

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে ২জন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরো পড়ুন  দিনে ৩ বার টানা তিন মাস কৃমির ওষুধ সেবনের পরামর্শ চিকিৎসকের, অতঃপর...

তিনি জানান, সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। মূলত এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ