28 C
Dhaka
Saturday, November 16, 2024

বিশেষ চেকপোস্টের প্রথম দিনেই উত্তরায় ইয়াবাসহ ধরা মাদক কারবারি

আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রথম দিনেই রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের ঢাকা থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জামাল হোসেন (৪৯)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবাসহ নগদ আট হাজার টাকা ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

আরো পড়ুন  কলকাতার তরুণীর আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ বিকেল ৪টা থেকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে বিকেল আনুমানিক সোয়া ৫টায় সন্দেহভাজন জামাল হোসেনের পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৪০টি নীল রঙের পলিথিনে রাখা আট হাজার পিস হালকা গোলাপি রঙের ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন  রানীশংকৈলে চুরির পর নিরাপত্তাহীনতায় প্রবাসীর পরিবার,থানায় মামলা

তার বিরুদ্ধে ডিএমপি উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার জামাল হোসেনের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় একটি মাদক মামলা, বরগুনার পাথরঘাটা থানায় একটি চুরি ও একটি চাঁদাবাজির মামলা, ভোলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা ও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

আরো পড়ুন  বনানী ডিওএইচএস থেকে গলিত মৃতদেহ উদ্ধার

ডিসি তালেবুর রহমান জানান, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম আজ বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ