20 C
Dhaka
Saturday, January 18, 2025

বনানী ডিওএইচএস থেকে গলিত মৃতদেহ উদ্ধার

ঢাকার বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৬ নম্বর সড়কের একটি বাড়ির পাঁচতলার বাথরুম থেকে ৫৫ বছর বয়সী আলাউলের লাশ উদ্ধার করা হয়।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবীর বলেন, “ধারণা করা হচ্ছে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন  টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ বাড়িতে চুরি

“বাসার গৃহকর্মী ফোনে এবং দরজায় ডাকাডাকি করে না পেয়ে দুইদিন ধরে ফিরে যান। আজ একইভাবে না পেয়ে গৃহকর্মী আলাউলের ভাইকে ফোন করে বিষয়টি জানান। ওই ভাই এসে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বাথরুমে আলাউলের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”

আলাউলের বড় ভাই আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্ল্যাটটি তার ছোট বোনের। বোন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকে। আলাউল এ ফ্ল্যাটে একাই থাকতেন।

আরো পড়ুন  যেভাবে যেখান থেকে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও আনিসুল হক

বেশ কিছুদিন ধরেই আলাউল হৃদ্‌রোগে ভুগছিলেন জানিয়ে আহসানুল হক বলেন, “আলাউল অনেক আগে একটি ওষুধের কোম্পানিতে, পরবর্তীতে ট্রাভেলসে এজেন্সিতে চাকরি করন। বর্তমানে বেকার ছিলেন।”

ক্যান্টনমেন্ট থানার এসআই আলী আকবর জানান, প্রায় এক যুগ আগে আলাউলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে। এক কন্যা সন্তান নিয়ে নিউ জিল্যান্ডে থাকেন তার সাবেক স্ত্রী।

আরো পড়ুন  ডোমারে মেয়রের বিরুদ্ধে কোর্টে অপহরণ হত্যার মামলা

আলাউলের মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ