26 C
Dhaka
Friday, December 6, 2024

শেকৃবি ছাত্রদলের হল দখলের চেষ্টা, কারণ দর্শানোর নোটিশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবিরের হল দখলের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছ কেন্দ্রীয় ছাত্রদল।

এতে ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কারণে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা আগামী ১০ আগস্টের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন  মামলার জেরে নিরাপত্তাহীনতায় আন্দোলনে আহত শিপু

এ বিষয়ে বি এম আলমগীর কবির বলেন, ‘ছড়িয়ে পড়া ভিডিওটি ৫ আগস্টের। আমাদের ক্যাম্পাস গণভবনের পাশে হওয়ায় ক্যাম্পাসে প্রচুর মানুষের সমাগম ঘটে। বিক্ষুব্ধ জনতা দ্বারা হলগুলো ক্ষতিগ্রস্ত হবার আশংকা থাকায় তখন আমরা হলে অবস্থান নেই। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হল ত্যাগ করি। এখানে হল দখলের কোন ঘটনা ঘটেনি।’

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রধান্য দিয়েই আমাদের কার্যক্রম পরিচালিত হয়। দলের কেউ অতি উৎসাহী হয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে যুক্ত থাকলে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো পড়ুন  বিয়ে হওয়ায় ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করলেন প্রধান শিক্ষক
সর্বশেষ সংবাদ