23 C
Dhaka
Thursday, November 21, 2024

‘আমরা কোনো সন্ত্রাসীর সঙ্গে একই শ্রেণিকক্ষে বসতে রাজি নই’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করলে হামলাকারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। একইসঙ্গে ঐ শিক্ষার্থীকে ঐ ব্যাচ থেকে বহিষ্কার করার দাবি তুলবেন বলে জানান শিক্ষার্থীরা।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার জেরে মঙ্গলবার (১৬ জুলাই) এ সিদ্ধান্ত নেন সাধারণ শিক্ষার্থীরা। এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের কমপক্ষে ৪৫টি ব্যাচ এ সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। বিভাগগুলো হলো ব্যবস্থাপনা , লোকপ্রশাসন, ইংরেজি, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা, মার্কেটিং , রসায়ন, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ।

আরো পড়ুন  বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীর লিখেন, আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে বা তাদেরকে ব্যাচের সামগ্রিক যেকোনো প্রকার কাজ হতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী জানান, আমরা কোনো সন্ত্রাসীর সঙ্গে একই শ্রেণিকক্ষে বসতে রাজি নই।

আরো পড়ুন  নিউক্লিয়াস পার্টিতে নতুন দুই মুখ

সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, আমাদের সহপাঠী কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে তাদের আমরা ব্যাচ থেকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কোনো সন্ত্রাসীর সঙ্গে ক্লাস করার মতো রুচি নেই।

এর আগে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সাড়ে তিন ঘণ্টা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল করতে দেখা যায় শিক্ষার্থীদেরকে।

আরো পড়ুন  রেলওয়ে পয়েন্টসম্যান পদে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
সর্বশেষ সংবাদ