তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে একটি মসজিদে প্রবেশ করে সোমবার (১২ আগস্ট) এক তরুণ পাঁচজনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ওই তুরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আল জাজিরা
মঙ্গলবার (১৩ আগস্ট) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকেয়া বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে মসজিদে ছুরিকাঘাতের হামলা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ভিডিও গেম থেকে উদ্বুদ্ধ হয়ে ওই তরুণ এমন কাণ্ড করেছে।
এস্কিসেহির গভর্নর অফিস জানিয়েছে, হামলাকারী হেলমেট এবং বুলেট প্রুফ ভেস্ট পড়ে মসিজদের চা বাগানে প্রবেশ করে হামলা চালায়। পরে পুলিশ তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ১৮ বছর বয়সী ওই তরুণের নাম আরডা কে। মুসল্লিদের ওপর হামলা করার সময় সে তা এক্স হ্যান্ডেলে লাইভ করে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, ছুরিকাঘাতে আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর। অন্য সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ছুরিকাঘাতে সাতজন আহত হয়েছে।