19 C
Dhaka
Saturday, January 18, 2025

আখাউড়ায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটনের সভাপতিত্বে ও দৈনিক কালবেলার প্রতিনিধি রুবেল আহমেদের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি।

আরো পড়ুন  একটি সাহসী পত্রিকার নাম কালবেলা

আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলার দুই বছরে পাঠকের মন জয় করেছে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছে যা সরকারের বিভিন্ন মহলে নজরে এসেছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কালবেলার এই জনমুখী লেখনী অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রওশন আলী, স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রুকুনুজ্জামান, ডিওটি শপ বেলাজিওর ইনচার্জ এসএম শাহারুল ইসলাম।

আরো পড়ুন  এবার দুই বন কর্মকর্তাসহ পাঁচজনকে কুপিয়ে হত্যাচেষ্টা

সাংবাদিক নাসির উদ্দীন, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, মহিউদ্দিন মিশু, তাজভীর আহমেদ, জালাল হোসেন মামুন, অমিত হাসান আবির, নাজমুল আহমেদ রনি, হাসান মাহমুদ পারভেজ, ইসমাইল হোসেন, জুনায়েদ হোসেন, অমিত হাসান অপু প্রমুখ।

সর্বশেষ সংবাদ