27 C
Dhaka
Saturday, September 14, 2024

দুই বছরের কম বয়সী ২ হাজার ১০০ শিশু হত্যা করেছে ইসরায়েল

দখলদার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে দুই বছরের কম বয়সী অন্তত ২ হাজার ১০০ শিশু হত্যা করেছে। বুধবার (১৪ আগস্ট) এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা রাইটস মনিটর।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সংস্থাটির বরাতে বলছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত দুই হাজার ১০০ জনের বয়স দুই বছরের কম।

আরো পড়ুন  মুসলিম দেশটিতে নিষিদ্ধ হলো হিজাব, ঈদ উদ্‌যাপনে বাধা

জেনেভা-ভিত্তিক সংস্থাটি বলছে, “ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের সংখ্যাটা বেশ ভয়ংকর। এই হত্যার হার আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন। এটি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অমানবিক আচরণের এক বিপজ্জনক প্রবণতার উদাহরণ। ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিদিন জঘন্য ও নৃশংস উপায়ে এসব হামলা চালাচ্ছে। দখলদার বাহিনী টানা ১০ মাস বিরতিহীনভাবে ফিলিস্তিনিদের এবং তাদের শিশুদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

আরো পড়ুন  গাজায় মসজিদে ইসরায়েলি হামলা, ১৬ ফিলিস্তিনি নিহত

The Israeli army has killed 2,100 Palestinian infants and toddlers under the age of two, out of the about 17,000 children it has killed in #Gaza since the start of its genocide in Octoberhttps://t.co/WXaZtMt44F

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা বলছে, উপত্যকার অন্তত ১২ হাজার আহত মানুষকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন। এছাড়া আরও তিন হাজার মানুষ বিভিন্ন জটিল রোগে ভুগছেন, যাদের বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি।

আরো পড়ুন  রেস্তোরাঁয় নারী কর্মীদের যেসব কাজ নিষিদ্ধ করল সৌদি
সর্বশেষ সংবাদ