19 C
Dhaka
Friday, November 22, 2024

আসিফ মাহমুদকে নিয়ে মাশরাফীর ভিডিও সাক্ষাৎকার

কোটা সংস্কার আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের বিদায়– সবকিছু নিয়েই দীর্ঘদিন চুপ থাকার পর হঠাৎ সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার (১৪ আগস্ট) দুটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেই সাক্ষাৎকারে ক্রিকেটার হিসেবে মানুষের ভালোবাসা পূরণে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেন তিনি।

এবং জনপ্রতিনিধি হিসেবে নিজের ব্যর্থতাকেও তুলে ধরেন মাশরাফী। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়ে টাইগারদের সাবেক দলপতি বলেন, ‘দেখুন, কোটা আন্দোলনের যে ছাত্ররা আছেন বা সমন্বয়কদের একজন, যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, উনি তো এখন খেলাধুলা সার্বিক বিষয় নিয়ে কাজ করবেন।’

আরো পড়ুন  কৃষিবিদ ইনস্টিটিউশন দখল করে চাঁদা নেয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আল্লাহ না করুক, এখন যদি কোনো সমস্যা হয় বা কোথাও আটকে যান বা বড় কোনো ঘটনা ঘটে, তখন তিনি কিন্তু প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শ নেবেন বা সিনিয়র উপদেষ্টাদের মধ্যে কারও সঙ্গে আলোচনা করে, তারপর বিবৃতি দেবেন। কারণ, উনি একটি দায়িত্বশীল জায়গায় আছেন। হুট করেই গণমাধ্যমের সামনে কিছু বলতে বা করতে পারবেন না।’

গণ মানুষের ভালোবাসার দাবি পুরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মাশরাফী বলেন, ‘দায়িত্বশীল জায়গাগুলো থেকে অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। অনেক কিছু সীমাবদ্ধতাও থাকে। হ্যাঁ, ক্রিকেটার মাশরাফির কাছে মানুষের আবেগ-ভালোবাসার দাবি থাকবেই। ক্রিকেটের কারণেই এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি যেহেতু একটা চেয়ারে বসেছিলাম, তাই হুট করে কিছু বলতে পারিনি। বা এখন যারা কাজ করছেন, তারাও হুট করে কিছু করতে পারবেন না।’

আরো পড়ুন  পদত্যাগ করে বিএনপি নেতার আওয়ামী লীগে যোগদান

‘রাজনীতিতে এসে ভুল করে থাকলে হয়তো নিজেরই ক্ষতি করেছি’
নিজের সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না মাশরাফী, ‘হুট করে একটা কথা বলে দিলাম, আর সেই কথা নিয়ে আরও বড় কিছু ঘটে গেলো, আর তা সামলানোর ক্ষমতা আমার নেই। এই জিনিস গুলো ভেবে চিন্তে কাজ করতে হবে। হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা ছিল বা আছে। সেটাকে আবার অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি সেটাও কিন্তু না।’

আরো পড়ুন  হঠাৎ চুন্নুর কঠোর সমালোচনায় ব্যারিস্টার সুমন

ক্রিকেট হিসেবে ব্যর্থ হলেও, জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি সমাধানে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি, ‘প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। নড়াইলের কৌশিক সংসদ সদস্য হতে পেরেছে, সে বাংলাদেশের মাশরাফি হয়েছে বলেই। ক্রিকেটার হিসেবে সেই ভালোবাসার দাবি মেটাতে ব্যর্থ হয়েছি। তবে সংসদ সদস্য হিসেবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে। সেখানেও ব্যর্থ হয়েছি।

সর্বশেষ সংবাদ