29 C
Dhaka
Wednesday, September 11, 2024

বরইয়ের বিচি আটকে মেট্রোরেলের তিন মিনিট বিলম্ব

পানির বোতল দরজায় আটকে বেশ কয়েকবার বন্ধ হয়েছে রাজধানীবাসীর স্বস্তির মেট্রোরেল চলাচল। এবার বড়ইয়ের বিচি আটকে মেট্রোরেলের তিন মিনিট বিলম্ব হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তরাগামী ট্রেনে যাত্রী ওঠার পর একটি কোচের দরজা বন্ধ না হওয়ায় অপারেটর এসে দেখতে পান, দরজার কাছে একটি বরইয়ের বিচি পড়ে রয়েছে। তখন সেটি অপসারণ করা হয়। এতে মেট্রো ট্রেনটি ছাড়তে তিন মিনিট দেরি হয়।

আরো পড়ুন  পালিয়ে মায়ের কাছে যাওয়ার চেষ্টা, কার্নিশে আটকে গেল কিশোরী

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠিতভাবে এ ব্যাপারে কোনও তথ্য দেয়নি।

উল্লেখ্য, মেট্রোরেলে চলাচলে যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। এগুলোর মধ্যে স্টেশনে ও ট্রেনের ভেতরে গন্ধ ছড়াতে পারে এমন খোলা খাবার বহন ও কোনও খাবার গ্রহণ করা যাবে না। পানির বোতল সঙ্গে নিলে তা নিজ দ্বায়িত্বে রাখতে হবে এবং পানি যেন না পড়ে, যত্রতত্র বোতল ফেলা যাবে না।

আরো পড়ুন  বাস কাউন্টারে মায়ের মৃত্যু, পাওয়া গেল শিশুর পরিচয়
সর্বশেষ সংবাদ