33 C
Dhaka
Saturday, September 28, 2024

দুবাইফেরত যাত্রীর সাবান-শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত ৩ কর্মকর্তা

যাত্রী সেবা প্রদানকালে অসদাচরণ করার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউজ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউজ সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযুক্তরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও মো. আল আমিন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরো পড়ুন  ১৫ বছর পর জেনারেল মইনের চাঞ্চল্যকর তথ্য, মুখ খুললেন ১৫ বছর পর জেনারেল মইনের চাঞ্চল্যকর তথ্য, মুখ খুললেন র্্যাব ঢুকতে না পারার বিষয়েঢুকতে না পারার বিষয়ে

সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকোলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ