দেশজুড়ে উদযাপিত দুর্গাপূজার মহানবমীতে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা পূজামণ্ডপ পরিদর্শন ও রবিদাস সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (১২ অক্টোবর) রাজধানী ঢাকার ওয়ারীস্থ রবিদাস পাড়ায় শ্রী শ্রী গুরু রবিদাস জিউ মন্দির প্রাঙ্গণে এ পরিদর্শনে যা নাগরিক কমিটি। এসময় সদস্যরা রবিদাস সম্প্রদায়ের নানা দুর্ভোগ ও দুর্দশার কথা শোনেন।
এসময় প্লাটফর্মটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের জনগণ আওয়ামী অসুরকে বধ করেছে, এবার রাষ্ট্রীয় ফ্যাসিবাদী অসুরকে বধ করবে। পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার তাঁতীবাজারে একটি নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে। এর পেছনে কারা কলকাঠি নেড়েছে তা খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নাই। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছে।
এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ঢাকা ওয়ারীস্থ দয়াগঞ্জ তেলেগু কলোনি সর্বজনীন দুর্গা মণ্ডপ এবং ডেমরাস্থ ডগাইর দুর্গা মন্দির এবং ধলপূর তেলেগু কলোনির পূজা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, সাইফ মুস্তাফিজ, এস এম শাহরিয়ার, মাজহারুল ইসলাম, মোহাম্মদ মিরাজ মিয়া, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।